আগামী ২১ অক্টোবর (সোমবার) নতুন গ্যালাক্সি ডিভাইস উন্মোচনের ঘোষণা দিয়েছে স্যামসাং। ডিভাইসটির নাম উল্লেখ করা না হলেও সেটি গ্যালাক্সি জেড ফোল্ড স্পেশাল এডিশন হতে পারে বলে জানা গেছে। খবর জিএসএম এরিনা।
নতুন ডিভাইস উন্মোচন উপলক্ষে একটি টিজারও প্রকাশ করেছে দক্ষিণ কোরিয়ার ইলেকট্রনিক্স জায়ান্টটি।
স্যামসাংয়ের নতুন ফোল্ডেবল ডিভাইসের নাম গ্যালাক্সি জেড ফোল্ড স্পেশাল এডিশন হবে নাকি গ্যালাক্সি জেড ফোল্ড৬ স্পেশাল এডিশন হবে সেটি এখনও পরিষ্কার নয়। তবে ফাঁস হওয়া একটি ছবিতে দেখা গেছে, নতুন স্মার্টফোনটি স্ট্যান্ডার্ড গ্যালাক্সি জেড ফোল্ড৬ এর চেয়েও পাতলা।
শোনা যাচ্ছে. নতুন ফোনে থাকবে স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ এসওসি, ২০০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং আইপি৪৮ রেটিং। কাভার স্ক্রিণটি হবে ৬.৫ ইঞ্চির। তবে ফোল্ডিং অবস্থায় ডিসেপ্লটি হবে ৮ ইঞ্চি লম্বা।
ডিবিটেক/বিএমটি