যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের প্রচারণার বেশ জোরোশোরে সমর্থন দিচ্ছেন ধনকুবের ইলন মাস্ক। নির্বাচনে জিতলে ট্রাম্প প্রশাসনের অর্থ উপদেষ্টা হিসেবেও কাজ করার সুযোগ পাবেন মাস্ক, এমনটা নিশ্চয়তা পেয়েছেন বলে জানা গেছে।
প্রকাশিত খবরে বলা হয়েছে, গত তিন মাসে ডোনাল্ড ট্রাম্পের প্রচার তহবিলে সাড়ে ৭ কোটি ডলার অনুদান দিয়েছেন ইলন মাস্ক। ঐ তহবিল থেকে প্রায় ৭ কোটি মার্কিন ডলার খরচ করেছে ট্রাম্পের পলিটিক্যাল অ্যাকশন কমিটি (প্যাক)।
ট্রাম্পের প্রচার তহবিলে ইলন মাস্কের অনুদানের একটি হিসাব প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের নির্বাচন কমিশন। সেখানে বলা হয়েছে এখনও পর্যন্ত ট্রাম্পকে সাড়ে ৭ কোটি মার্কিন ডলার দিয়েছেন মাস্ক। মার্কিন নির্বাচনে প্রার্থীদের প্রচার ও জনসংযোগ বাড়াতে কাজ করে আসছে পলিটিক্যাল অ্যাকশন কমিটি।
ডিবিটেক/বিএমটি