সোশ্যাল মিডিয়া জায়ান্ট মেটা তাদের ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ এবং রিয়েলিটি ল্যাবসসহ বিভিন্ন ইউনিটের কর্মী ছাঁটাই করছে। বিষয়টি সাথে সম্পর্কিত সূত্রের বরাত দিয়ে এই খবর জানিয়েছে রয়টার্স।
মেটার একজন মুখপাত্র বলেন, কোম্পানির দীর্ঘমেয়াদী কৌশলগত লক্ষ্য ও আঞ্চলিক কৌশলের অংশ হিসেবে কয়েকটি টিমে পরিবর্তন আনা হচ্ছে। তারই ধারাবাহিকতায় বিভিন্ন স্থানে কয়েকটি টিমকে স্থানান্তর ও কর্মীদের দায়িত্ব পুনবন্টন করা হচ্ছে।
এমতাবস্থায় যখন কোনো পদ বাতিল করা হচ্ছে, তখন সম্পৃক্ত কর্মীদের জন্য নতুন পদের নিয়োগ দিতে আমরা জোরালোভাবে কাজ করছি বলে জানান ওই মুখপাত্র।
ঠিক কতো সংখ্যক কর্মী ছাঁটাই হচ্ছে সেটি না জানালেও সংখ্যাটি অনেক কম বলে জানানো হয়েছে। এ বিষয়ে মেটার পক্ষ থেকেও সংখ্যা প্রকাশ করা হয়নি।
২০২২ এর নভেম্বর থেকে এ পর্যন্ত মেটা প্রায় ২১ হাজার কর্মী ছাঁটাই করেছে।
ডিবিটেক/বিএমটি