ইলন মাস্কের মালিকানাধীন স্যাটেলাইট কোম্পানি স্টারলিংক চালুর জন্য পরীক্ষা চালাচ্ছে ইটালি। মূলত দেশটির প্রত্যন্ত অঞ্চলে ইন্টারনেটের সম্প্রসারণে এই উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন দেশটির সরকারি কর্মকর্তা। খবর রয়টার্স।
খবরে বলা হয়, কিছু আঞ্চলিক প্রশাসনের সাথে ইতিমধ্যেই স্টারলিংক প্রজেক্ট সম্পর্কে আলোচনা হয়েছে বলে জানিয়েছে ইটালির প্রধানমন্ত্রীর কার্যালয়ের আন্ডার সেক্রেটারি আলেসিও বুটি।
তিনি বলেন, প্রত্যন্ত অঞ্চলের স্যাটেলাইট ইন্টারনেট সেবা প্রদানের জন্য আমরা স্টারলিংকসহ অন্যান্য কোম্পানিগুলোর পরীক্ষা চালাচ্ছি। বিশেষ করে দেশটির উত্তর, মধ্য এবং দক্ষিণের কিছু অঞ্চলে এই পরীক্ষা চালানো হচ্ছে।
উল্লেখ্য, স্টারলিংক ইতিমধ্যেই অনানুষ্ঠানিকভাবে ইটালিতে তাদের স্যাটেলাইট ইন্টারনেট সেবা দিচ্ছে। দেশটিতে অর্ধলক্ষাধিক গ্রাহক রয়েছে কোম্পানিটির বলে জানান বিষয়টির সাথে সম্পর্কিত একজন ব্যক্তি।
ডিবিটেক/বিএমটি