চীনা প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান শাওমির সাবব্র্যান্ড পোকো কোম্পানির মূল ব্র্যান্ডিংয়ে ফিরছে। এ লক্ষে আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে বন্ধ হয়ে যাচ্ছে পোকোর অফিশিয়াল ওয়েবসাইট (po.co)। খবর গিজমোচায়না।
শুধু প্রধান ওয়েবসাইটই নয়, পোকোর আঞ্চলিক ওয়েবসাইটগুলোও বন্ধ করা হচ্ছে।
সাবব্র্যান্ডটি পুরোপুরিভাবে বন্ধ না হলেও, পোকোর সব পরিষেবা শাওমির অফিশিয়াল ওয়েবসাইটে স্থানান্তর হবে বলে জানিয়েছে কোম্পানিটি।
মূলত শাওমিকে আরও শক্তিশালী করার লক্ষে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা গেছে।
ডিবিটেক/বিএমটি