ভারতের বৃহত্তম স্বাস্থ্য বিমা কোম্পানি স্টার হেলথ সাইবার আক্রমণের শিকার হয়েছে। হ্যাকাররা কোম্পানিটির কাছে বিরাট অংকের মুক্তিপণ চেয়েছে, যার পরিমাণ ৬৮ হাজার মার্কিন ডলার। এই হ্যাকাররাই গ্রাহকদের তথ্য চুরি ও মেডিক্যাল রেকর্ড চুরির সঙ্গে জড়িত বলে জানিয়েছে স্টার হেলথ।
গত সেপ্টেম্বরে রয়টার্সের এক প্রতিবেদনে উল্লেখ করা হয় যে, একটি হ্যাকার টেলিগ্রাম চ্যাটবটস ব্যবহার করে গ্রাহকদের নানা ধরনের সংবেদনশীল তথ্য হাতিয়ে নিচ্ছে। তার মধ্যে সবথেকে উল্লেখযোগ্য বিষয় হলো কর সংক্রান্ত তথ্য ও মেডিক্যাল ক্লেইম সংক্রান্ত তথ্যও তারা হাতিয়ে নিচ্ছে। এদিকে এই প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর থেকেই সমস্যায় পড়ে যায় স্টার হেলথ।
ঘটনাটি সামনে আসার পরেই কোম্পানির শেয়ার ক্রমশ কমতে থাকে। প্রায় ১১ শতাংশতে নেমে আসে শেয়ারমূল্য। তবে স্টার হেলথের পক্ষ থেকে অভ্যন্তরীন তদন্ত প্রক্রিয়া চলছে বলে জানানো হয়।
স্টার হেলথের পক্ষ থেকে আগেই দাবি করা হয়েছিলো তারা সাইবার আক্রমণের শিকার হয়েছে। শনিবার প্রথমবারের মতো কোম্পানিটি স্বীকার করে যে, গত আগস্টে তাদের কাছে ইমেইল করে ৬৮,০০০ মার্কিন ডলার চাওয়া হয়েছিলো। কার্যত মুক্তিপণ হিসাবে এই টাকা চাওয়া হয়েছিলো।
ডিবিটেক/বিএমটি