লেবাননে পেজার ও ওয়াকিটকি বিস্ফোরণে হতাহতের ঘটনার কয়েক সপ্তাহ পর সব ধরনের বিমানের ফ্লাইটে পেজার ও ওয়াকিটকি নিষিদ্ধ করেছে ইরান। এর আগে দুবাইভিত্তিক বিমান চলাচল সংস্থা এমিরেটস এয়ারলাইন্সও তাদের সকল ফ্লাইটে পেজার ও ওয়াকিটকি নিষিদ্ধ করে। খবর এনডিটিভি।
খবরে ইরানের বেসামরিক পরিবহন সংস্থার মুখপাত্র জাফর ইয়াজেরলোর বরাত দিয়ে বলা হয়, ‘মোবাইল ফোন ব্যতীত যোগাযোগের যেকোনও ইলেকট্রনিক ডিভাইস নিয়ে ফ্লাইটের কেবিনে প্রবেশ কিংবা কার্গো বিমানে এসবের ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।’
তিন সপ্তাহ আগে লেবাননে পেজার ও ওয়াকিটকি বিস্ফোরণে কমপক্ষে ৩৯ জনের প্রাণহানির ঘটনা ঘটে। এ ঘটনার পরিপ্রেক্ষিতে ইরান এই সিদ্ধান্ত নিয়েছে।
ডিবিটেক/বিএমটি