শর্ট ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক বিশ্বব্যাপী তাদের মোট জনবলের মধ্য থেকে কয়েক’শ কর্মী ছাঁটাই করছে। এর মধ্যে মালয়েশিয়াতেই বৃহৎ সংখ্যক কর্মী ছাঁটাই করা হবে। বৃহস্পতিবার কোম্পানিটির পক্ষ থেকে এই তথ্য জানানো হয়। খবর রয়টার্স।
খবরে বলা হয়, এআই কনটেন্ট মডারেশনে জোর দিতেই এই কর্মী ছাঁটাই করা হচ্ছে।
বিষয়টির সাথে সম্পর্কিত দুইটি সূত্র জানিয়েছে, মালয়েশিয়াতে ৭০০ এর অধিক কর্মী ছাঁটাই করা হবে। তবে চীনের বাইটড্যান্সের মালিকানাধীন টিকটক জানিয়েছে, এই সিদ্ধান্তে ৫০০ এর চেয়েও কম কর্মী ছাঁটাই করা হবে।
ছাঁটাই হওয়া কর্মীদের অধিকাংশই প্রতিষ্ঠানটির কনটেন্ট মডারেশন বিভাগে যুক্ত।
উল্লেখ্য, বর্তমানে বিশ্বব্যাপী দুই শতাধিক শহরে এক লাখ ১০ হাজারের অধিক কর্মী রয়েছে বাইটড্যান্সের।
ডিবিটেক/বিএমটি