মঙ্গলবার রাশিয়াতে নিষিদ্ধ করা হয় ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম ডিসকর্ড। মাত্র একদিন পরেই তুরস্কেও প্ল্যাটফর্মটি নিষিদ্ধ করা হয়েছে। কর্তৃপক্ষের চাহিদানুযায়ী তথ্য সরবরাহ করতে রাজি না হওয়ায় দেশটির আদালত এই নিষেধাজ্ঞা দিয়েছে। খবর রয়টার্স।
খবরে বলা হয়, তুরস্কের ইনফরমেশন টেকনোলজিস অ্যান্ড কমিউনিকেশন অথরিটি তাদের ওয়েবসাইটে ডিসকর্ড নিষিদ্ধের এই তথ্য প্রকাশ করেছে।
দেশটির বিচার বিষয়ক মন্ত্রী ইলমাজ তুনক বলেন, ডিসকর্ড ব্যবহারের মাধ্যমে শিশুদের যৌন হয়রানিসহ বেশ কয়েকটি বিষয়ে অভিযোগ পাওয়া পাওয়ার ভিত্তিতে আঙ্কারার আদালত এই নিষেধাজ্ঞা দিয়েছে।
এর আগে চলতি মাসে ইস্তাম্বুলে ১৯ বছর বয়সী দুই নারী হত্যার ঘটনা ঘটলে ডিসকর্ড নিষেধাজ্ঞার বিষয়টি সামনে আসে। ডিসকর্ড ব্যবহারকারীরা একটি কনটেন্টে এই হত্যার ঘটনার পক্ষে সাফাই গাইতে দেখা যায়। এর পরিপ্রেক্ষিতে কিছু ব্যবহারকারীর তথ্য চায় দেশটি। তবে ডিসকর্ড সেটি দিতে অপারগতা জানায়।
নিষেধাজ্ঞার বিষয়ে সান-ফ্রান্সিসকোভিত্তিক কোম্পানিটির পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
ডিবিটেক/বিএমটি