নির্ধারিত সময়ের আগেই যুক্তরাষ্ট্রের জর্জিয়াতে কারখানা চালুর মাধ্যমে উৎপাদন শুরু করেছে হুন্দাই। ৭৬০ কোটি ডলারের এই কারখানা নির্মাণ করা হয়। খবর এপি।
খবরে বলা হয়, বর্তমানে কারখানাটিতে স্পোর্টস ইউলিটি ভেহিকল বা এসইউভি তৈরি করা হচ্ছে। এছাড়া গত সপ্তাহে কারখানাটিকে প্রথম বাণিজ্যিক বিদ্যুচ্চালিত গাড়ি (ইভি) উৎপাদন উপলক্ষে কর্মীদের নিয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কারখানাটি পুরোপুরি চালু হলে ৮ হাজার ৫০০ কর্মী নিয়োগের পরিকল্পনা রয়েছে দক্ষিণ কোরিয়ার অটোমেকার হুন্দাই এবং এর ব্যাটারি বিভাগের অংশীদার এলজি এনার্জি সলিউশনের। জর্জিয়ায় প্রতি বছর তিন লাখ ইভি উৎপাদনের পাশাপাশি তৈরি হবে ব্যাটারি।
জর্জিয়া সাইটে উৎপাদিত প্রথম গাড়ি হবে ২০২৫ মডেলের লনিক ফাইভ বিদ্যুচ্চালিত এসইউভি। এ বছর শেষ নাগাদ গাড়িগুলো ডিলারদের হাতে পৌঁছবে। ২০২২ সালের অক্টোবরে জর্জিয়া কারখানার কাজ শুরু করে হুন্দাই।
ডিবিটেক/বিএমটি