সাইবার নিরাপত্তা কোম্পানি ক্যাসপারস্কির অ্যান্ড্রয়েড অ্যান্টিভাইরাস অ্যাপ প্লে স্টোর থেকে হঠাৎ মুছে ফেলেছে গুগল। একইসাথে ক্যাসপারস্কির ডেভেলপার অ্যাকাউন্টও নিষ্ক্রিয় করা হয়েছে। খবর সফটোনিক।
খবরে বলা হয়, গত জুনে রাশিয়ার সঙ্গে সম্পর্ক রয়েছে এমন অভিযোগে ক্যাসপারস্কির তৈরি সব অ্যান্টিভাইরাস সফটওয়্যার নিজেদের দেশে বিক্রি নিষিদ্ধ করে যুক্তরাষ্ট্র। ধারণা করা হচ্ছে, এরই পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নিয়েছে গুগল।
গত সপ্তাহ থেকে হঠাৎ করেই গুগল প্লে স্টোর থেকে ক্যাসপারস্কির অ্যান্ড্রয়েড সিকিউরিটি অ্যাপ, ভিপিএন ও অ্যান্টিভাইরাস অ্যাপ নামাতে পারছেন না ব্যবহারকারীরা।
সাম্প্রতিক আরেক অভিযোগে জানা গেছে, ব্যবহারকারীর অনুমতি ছাড়াই আলাদা অ্যান্টিভাইরাস ইনস্টল করছিলো ক্যাসপারস্কি। তবে সেটি পিসির ক্ষেত্রে হচ্ছিলো।
এ বিষয়ে ক্যাসপারস্কি তাদের অফিশিয়াল ফোরামে বলেছে, গুগল প্লে স্টোর থেকে ক্যাসপারস্কির অ্যাপ সরিয়ে ফেলার বিষয়ে অনুসন্ধান চলছে। যত দ্রুত সম্ভব সমাধানের বিষয়টি জানানো হবে।
আপাতভাবে গ্যালাক্সি স্টোর, হুয়াওয়ে অ্যাপ গ্যালারি ও শাওমি গেট অ্যাপসের পাশাপাশি ক্যাসপারস্কির ওয়েবসাইট থেকে অ্যাপগুলোর এপিকে ফাইল নামিয়ে ব্যবহার করা যাবে।
ডিবিটেক/বিএমটি