জনপ্রিয় গেম নির্মাতা প্রতিষ্ঠান ইউবিসফটকে কেনার পরিকল্পনা করেছে চীনের ভিডিও গেম কোম্পানি টেনসেন্ট ও গিলেমোট। আর এই পরিকল্পনার কথা জানার পরপরই ইউবিসফটের শেয়ারদর বেড়েছে ৩০ শতাংশের বেশি। খবর এপি।
খবরে বলা হয়, ২০২৪ সালে ইউবিসফট তাদের বাজামূল্য অর্ধেকেরও বেশি হারিয়েছে। এমন পরিস্থিতিতে কোম্পানিটির স্থিতিশীলতা নিশ্চিত করতে আলোচনা করছে টেনসেন্ট ও গিলেমোট।
তবে এ বিষয়ে ইউবিসফটের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি এবং টেনসেন্টও কোনো মন্তব্য করেনি।
ডিবিটেক/বিএমটি