চীনের একদল হ্যাকার যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি ব্রডব্যান্ড ইন্টারনেট সরবরাহকারী প্রতিষ্ঠানের নেটওয়ার্ক হ্যাক করেছে দেশটির সরকারের আদালত সংক্রান্ত সিস্টেম থেকে বিভিন্ন তথ্য চুরি করেছে তারা। খবর ওয়াল স্ট্রিট জার্নাল ও রয়টার্স।
খবরে বলা হয়, ভেরিজন কমিউনিকেশনস, লুমেন টেকনোলজিস ও এটিঅ্যান্ডটিসহ বেশ কয়েকটি টেলিকম প্রতিষ্ঠানের নেটওয়ার্কে এই হামলা চালায় চীনা হ্যাকাররা।
মাসের পর মাস এসব টেলিকম প্রতিষ্ঠানের নেটওয়ার্কে চীনা হ্যাকারদের অ্যাক্সেস ছিল বলে জানিয়েছে কয়েকটি সূত্র। এ ছাড়া এসব প্রতিষ্ঠান যেসব জায়গায় সেবা দিয়েছে, সেখান থেকেও চুরি হয়েছে তথ্য। তবে এ ব্যাপারে হ্যাক হওয়া কোনো প্রতিষ্ঠান এখন পর্যন্ত মন্তব্য করেনি।
বিষয়টিকে নাটক হিসেবে অভিহিত করে অভিযোগকে নাকচ করে দিয়েছে চীনের চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়।
ডিবিটেক/বিএমটি