বিমানে যাত্রীদের জন্য পেজার ও ওয়াকিটকি বহন নিষিদ্ধ করেছে সংযুক্ত আরব আমিরাতের এমিরেটস এয়ারলাইন্স। লেবাননে হিজবুল্লাহর হাজার হাজার পেজার ও ওয়াকিটকি বিস্ফোরণের পর নিরাপত্তার দিক বিবেচনায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা গেছে।
খবরে বলা হয়, গত মাসে লেবাননে হিজবুল্লাহর কয়েক হাজার পেজার ও ওয়াকিটকিতে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে গোষ্ঠীটির বেশ কয়েকজন যোদ্ধা নিহত হয়। আহত হয় আরও অন্তত তিন হাজার। এ ঘটনায় ইসরাইলকে দায়ী করে হিজবুল্লাহ।
এই ঘটনার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ইরানের ইসলামাকি রেভল্যুশনারি গার্ড কোরের সদস্যদের পেজার ও ওয়াকিটকিসহ সব ধরনের যোগাযোগযন্ত্র ব্যবহার নিষিদ্ধ করা হয়। এবার সেই একই পথে গেল সংযুক্ত আরব আমিরাতের বিমান সংস্থা এমিরেটস এয়ারলাইন্স।
শুক্রবার (৪ অক্টোবর) নিজেদের ওয়েবসাইটে এক বিবৃতিতে সংস্থাটি জানায়, দুবাই থেকে, দুবাইয়ের উদ্দেশে কিংবা দুবাই হয়ে ভ্রমণকারী যাত্রীদের চেক ব্যাগেজ (প্লেনের কার্গো হোল্ডে রাখা ব্যাগ) কিংবা কেবিন ব্যাগেজে (কেবিনে যাত্রীর নিজের কাছে রাখা ব্যাগ) পেজার ও ওয়াকি-টকি বহন করা থেকে বিরত থাকতে বলা হলো।
নিষেধাজ্ঞা থাকা বস্তু পাওয়া গেলে নিরাপত্তাজনিত কারণে দুবাই পুলিশ সেটি জব্দ করবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।
ডিবিটেক/বিএমটি