ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপের ভিডিও কলে যুক্ত হলো দুটি নতুন ফিচার: ব্যাকগ্রাউন্ড ও ফিল্টার। এই দুটি ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা এখন থেকে আরও বেশি ‘পার্সোনালাইজড’ অভিজ্ঞতা উপভোগ করবেন। খবর ম্যাশেবল।
খবরে বলা হয়, ভিডিও কলে কথা বলার সময় চাইলেই এখন পছন্দমতো ফিল্টার যুক্ত করা যাবে এবং প্রয়োজন অনুযায়ী ব্যাকগ্রাউন্ডও পরিবর্তন করা যাবে।
গুগল মিট কিংবা জুমের মতো ভিডিও কলিং সেবায় ফিচার দুটি থাকলেও হোয়াটসঅ্যাপে এই সুবিধা থেকে বঞ্চিত ছিলেন ব্যবহারকারীরা।
অবশেষে গত মঙ্গলবার (১ অক্টোবর) একটি অফিশিয়াল ব্লগপোস্টের মাধ্যমে হোয়াটসঅ্যাপ আনুষ্ঠানিকভাবে ব্যাকগ্রাউন্ড ও ফিল্টার ফিচার দুটি ভিডিও কল সার্ভিসে যুক্ত করার কথা জানায়। ১০টি ফিল্টার এবং ১০টি ব্যাকগ্রাউন্ড অপশন থেকে ব্যবহারকারীরা বেছে নিতে পারবেন যেকোনো ফিল্টার ও ব্যাকগ্রাউন্ড।
ডিবিটেক/বিএমটি