হুন্দাই মোটরসের সহযোগি প্রতিষ্ঠান কিয়া প্রথমবারের মতো শুধুমাত্র বিদ্যুৎচালিত গাড়ি (ইভি) এর জন্য কারখানা চালু করেছে। দক্ষিণ কোরিয়ার জিওংগি প্রদেশে এই কারখানাটি তৈরি করা হয়েছে। খবর কোরিয়া হেরাল্ড।
খবরে বলা হয়, নতুন কারখানায় প্রাধান্য পাবে স্পোর্টস ইউটিলিটির কম্প্যাক্ট ইভিথ্রি। এছাড়া আগামী বছর উৎপাদনে যাবে মাঝারি আকারের সেডান মডেল ইভিফোর।
নতুন কারখানাটিতে ৪০ হাজার ১৬০ কোটি ওন বা ৩০ কোটি ৪২ লাখ ডলার ব্যয় করেছে কিয়া। এখানে বার্ষিক উৎপাদন ক্ষমতা দেড় লাখ ইউনিট গাড়ি।
ডিবিটেক/বিএমটি