মালয়েশিয়ায় নিজেদের প্রথম পাবলিক ক্লাউড অবকাঠামো তৈরিতে সাড়ে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ পরিকল্পনার কথা জানিয়েছে ওরাকল। মঙ্গলবার কোম্পানির পক্ষ থেকে এই তথ্য জানানো হয়। খবর রয়টার্স।
খবরে বলা হয়, দক্ষিণ পূর্ব এশিয়ার দেশটিতে এটি হবে আন্তর্জাতিক প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর অন্যতম সর্ববৃহৎ বিনিয়োগ।
ইতিমধ্যে মাইক্রোসফট, এনভিডিয়া, গুগল এবং চীনের বাইটড্যান্স দেশটিতে কয়েক বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে। এসব বিনিয়োগের অধিকাংশই ক্লাউড সেবা, ডেটা সেন্টার খাত এবং ক্রমবর্ধমান কৃত্রিম বুদ্ধিমত্তার চাহিদা মেটাতে বিনিয়োগ করা হবে।
ডিবিটেক/বিএমটি