অডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম স্পটিফাই প্রায় তিন ঘন্টার বিভ্রাট কাটিয়ে স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। এই বিভ্রাটে যুক্তরাষ্ট্রের ৪০ হাজারের অধিক ব্যবহারকারী প্ল্যাটফর্মটি ব্যবহারে ভোগান্তিতে পড়েছিলেন বলে জানিয়েছে ডাউনডিটেক্টর ডটকম। খবর রয়টার্স।
যদিও খবরে বলা হয়, এখনও কিছু ব্যবহারকারী প্ল্যাটফর্মটি ব্যবহার করতে পারছেন না।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে স্পটিফাই জানিয়েছে, এখন সবকিছুই স্বাভাবিক মনে হচ্ছে।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় স্পটিফাই বিভ্রাটের কারণ সম্পর্কে জানাতে পারেনি।
দ্বিতীয় প্রান্তিকের হিসাব অনুযায়ী, স্পটিফাইয়ের গ্রাহক সংখ্যা ২৪৬ মিলিয়ন ছাড়িয়েছে।
ডিবিটেক/বিএমটি