সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট আগামী তিন বছরে মেক্সিকোতে ১.৩ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে। ক্লাউড কম্পিউটিং এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে এই বিনিয়োগ করা হবে বলে জানিয়েছে কোম্পানিটি। খবর রয়টার্স।
মাইক্রোসফটের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা সত্য নাদেলা মেক্সিকো শহরে একটি অনুষ্ঠানে বলেন, আমরা মেক্সিকোতে আমাদের সক্ষমতা বৃদ্ধিতে দ্বিগুন জোর দিচ্ছি।
এই উদ্যোগের মাধ্যমে ৫০ লাখ মেক্সিকান নাগরিক ও ৩০ হাজার ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠানকে সেবা দেয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলে এক বিবৃতিতে জানানো হয়ে।
ইতিমধ্যেই মেক্সিকোর প্রতিষ্ঠান যেমন ব্রেডমেকার বিম্বো এবং সিমেন্ট উৎপাদনকারী সিমেক্স মাইক্রোসফটের এআই টুলস ব্যবহার শুরু করেছে।
এছাড়া সেলুলার সংযোগ ছাড়াই ইন্টারনেট সেবা দিতে যোগাযোগ কোম্পানি ভায়াস্যাটের সাথে কাজ করছে মাইক্রোসফট।
ডিবিটেক/বিএমটি