বিশ্বের বৃহত্তম দুই চিপ নির্মাতা প্রতিষ্ঠান টিএসএমসি এবং স্যামসাং ইলেকট্রনিক্স সংযুক্ত আরব আমিরাতে চিপ কারখানা তৈরিতে আগ্রহ দেখিয়েছে। এই লক্ষ্যে আগামী কয়েক বছরে উভয় কোম্পানি ১০০ বিলিয়ন ডলারের অধিক বিনিয়োগের বিষয়েও আলোচনা চালাচ্ছে বলে জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল। খবর রয়টার্স।
সম্প্রতি টিএসএমসির শীর্ষস্থানীয় কর্মকর্তারা সংযুক্ত আরব আমিরাতে ভ্রমণ করেছে এবং কারখানা নির্মানের বিষয়ে সংশ্লিষ্টদের সাথে আলোচনা করেছেন বলে বিষয়টির সাথে সম্পর্কিত সূত্র জানিয়েছে।
দক্ষিণ কোরিয়াভিত্তিক স্যামসাং ইলেকট্রনিক্সও আগামী বছরগুলোতে আমিরাতে নতুন চিপ কারখানা তৈরির বিষয়টি বিবেচনা করছে। কোম্পানিটির পক্ষ থেকেও সম্প্রতি আমিরাতে ভ্রমণ ও আলোচনা হয়েছে।
যদিও এ বিষয়ে টিএসএমসি জানিয়েছে, আপাতভাবে নতুন বিনিয়োগের বিষয়ে জানানোর কিছু নেই। আর স্যামসাংয়ের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
ডিবিটেক/বিএমটি