যুক্তরাষ্ট্রভিত্তিক অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি অ্যাপোলো গ্লোবাল ম্যানেজমেন্ট একসময়ের চিপ জায়ান্ট ইন্টেলে পাঁচ বিলিয়ন ডলার বিনিয়োগ করার আগ্রহ প্রকাশ করেছে। ব্লুমবার্গের বরাত দিয়ে এই খবর জানিয়েছে রয়টার্স।
বিষয়টির সাথে সম্পর্কিত সূত্র জানায়, সাম্প্রতিক সময়ে অ্যাপোলো এই বিনিয়োগের বিষয়ে ইন্টেলকে প্রস্তাব দিয়েছে।
এক সময়ের সবচেয়ে দামি চিপ কোম্পানির বর্তমানে খারাপ দিন যাচ্ছে। চলতি বছরেই কোম্পানিটির শেয়ার মূল্য প্রায় ৬০ শতাংশ দরপতন হয়েছে।
অ্যাপোলোর প্রস্তাবের বিষয়টির সত্যতা জানিয়ে ইন্টেলের একজন নির্বাহী জানিয়েছেন, আলোচনাটি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং চূড়ান্ত হয়নি।
ব্লুমবার্গ জানিয়েছে, আলোচনা সফল হলে বিনিয়োগের পরিমান পরিবর্তন হতে পারে।
এ বিষয়ে উভয় কোম্পানির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, সম্প্রতি কোয়ালকম ইন্টেলকে কিনে নেয়ার বিষয়ে আলোচনা করছে বলে খবরে প্রকাশ হয়।
ডিবিটেক/বিএমটি