আগামী দুই বছরে মঙ্গল গ্রহে যাবে স্পেসএক্সের পাঁচটি মহাকাশযান। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এই তথ্য জানিয়েছেন রকেট কোম্পানিটির মালিক ও ধনকুবের ইলন মাস্ক। খবর রয়টার্স।
চলতি মাসের প্রথমদিকে মাস্ক জানিয়েছিলেন, আগামী দুই বছরের মধ্যে মঙ্গল গ্রহে প্রথম মহাকাশযান পাঠানো হবে।
পরীক্ষামূলকভাবে পাঠানো মহকাশযানগুলো মিশনে সফলতার উপর নির্ভর করবে কবে মানুষসহ মহাকাশযান পাঠানো হবে। তবে মাস্ক আশা করছেন, আগামী চার বছরের মধ্যে সেটি হতে পারে। আর সমস্যা হলে আরও দুই বছর সময় পেছাতে পারে।
ইলন মাস্ক জানান, পৃথিবী থেকে মঙ্গল গ্রহে যাওয়ার জন্য একটা ভালো সুযোগ তৈরি হয় যখন দুটি গ্রহ সারিবদ্ধ অবস্থায় থাকে। দুই বছর পরপর এমনটি ঘটলেও মঙ্গল গ্রহে যাওয়া খুব সহজ না।
ডিবিটেক/বিএমটি