নিজেদের বিভিন্ন বাহিনী ও সরকারি কর্মীদের দাপ্তরিক ডিভাইসে জনপ্রিয় মেসেজিং অ্যাপ টেলিগ্রামকে নিষিদ্ধ করেছে ইউক্রেন। মূলত রাশিয়ান এই অ্যাপের মাধ্যমে নিরাপত্তা ঝুঁকি থাকতে পারে বলে এই নিষেধাজ্ঞা জারি করেছে ইউক্রেনের ন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড ডিফেন্স সার্ভিস। খবর বিবিসি ও রয়টার্স।
খবরে বলা হয়, নিজেদের নিরাপত্তার স্বার্থে ইউক্রেনের ন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড ডিফেন্স কাউন্সিল তাদের সামরিক কর্মী এবং বেসামরিক কর্মচারীদের অফিসিয়াল ডিভাইসে টেলিগ্রাম মেসেজিং অ্যাপ ব্যবহার করতে নিষেধ করেছে।
নিরাপত্তা কাউন্সিলের প্রেস সার্ভিস তাদের ফেসবুক পেজে জানিয়েছে, জাতীয় সাইবার সিকিউরিটি কোঅর্ডিনেশন সেন্টারের সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
নিরাপত্তা কাউন্সিলের বিবৃতিতে বলা হয়েছে, ‘সরকারি কর্মকর্তা, সামরিক কর্মী, নিরাপত্তা ও প্রতিরক্ষাকর্মী এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো অপারেটরদের অফিসিয়াল ডিভাইসে টেলিগ্রাম ইনস্টল এবং ব্যবহার করা নিষিদ্ধ।’
ডিবিটেক/বিএমটি