অবশেষে হাইব্রিড মডেলে অফিসের কাজ করার ইতি টানছে অ্যামাজন। কোভিড মহামারির কারণ এতদিন সপ্তাহে দুদিন অফিসে না এসে কাজ করলেও এবার সেই সুযোগ থাকছে না বলে জানিয়ে দিয়েছে ই-কমার্স জায়ান্টটি। খবর বিবিসি।
খবরে বলা হয়, আগামী জানুয়ারি থেকে পাঁচদিনই করপোরেট কর্মীদের অফিসে আসতে হবে। সম্প্রতি কর্মীদের এ তথ্য জানিয়ে দিয়েছেন অ্যামাজনের প্রধান নির্বাহী অ্যান্ডি জাসি।
উল্লেখ্য, গত বছর কর্মীদের একটি অংশ রিমোট ওয়ার্ক পদ্ধতির কঠোরতার প্রতিবাদে বিক্ষোভ করে। এতে সংগঠকদের কয়েকজন বরখাস্ত হন।
ডিবিটেক/বিএমটি