বিশ্বের ই-কমার্স জায়ান্ট অ্যামাজন তাদেরর বহুল প্রতীক্ষিত ‘অক্টোবর প্রাইম বিগ ডিল ডেজ’ ইভেন্টের তারিখ ঘোষণা করেছে। দুই দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হবে আগামী ৮ ও ৯ অক্টোবর। খবর ম্যাশেবল।
খবরে বলা হয়, অ্যামাজন প্রাইম গ্রাহকদের জন্য দারুন সব অফার নিয়ে ‘প্রাইম বিগ ডিল ডেজ’ নামেও পরিচিত এই ইভেন্ট।
এবারও মূল্যছাড়সহ বিভিন্ন অফার পাবেন গ্রাহকরা। তবে অক্টোবর প্রাইম ডে’র অফারগুলো কেবলমাত্র অ্যামাজনের প্রাইম সাবস্ক্রিপশন সার্ভিসের গ্রাহকরাই অ্যাক্সেস করতে পারবেন।
২০২২ সাল থেকে অনুষ্ঠিত হচ্ছে শরতের এই অ্যামাজন প্রাইম ইভেন্ট। প্রথম বছর ইভেন্টটির নাম ছিলো ‘প্রাইম আর্লি অ্যাক্সেস সেল। গত বছর সেটির নাম পরিবর্তন করা হয়।
ডিবিটেক/বিএমটি