আরটি, রসিয়া সেগোদনিয়াসহ রাশিয়ার বেশ কয়েকটি রাষ্ট্রীয় সংবাদমাধ্যমকে নিজেদের বিভিন্ন প্ল্যাটফর্মে নিষিদ্ধ করেছে ফেসবুকের মালিকানা প্রতিষ্ঠান মেটা। শিগগিরিই এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। খবর রয়টার্স।
মেটা জানায়, বিদেশি হস্তক্ষেপমূলক কর্মকাণ্ডের কারণে রাশিয়ার এসব সংবাদমাধ্যমগুলো মেটার অ্যাপগুলোতে বিশ্বব্যাপী নিষিদ্ধ করা হয়েছে। এসব গণমাধ্যমের বিরুদ্ধে প্রভাব বিস্তার করতে প্রতারণামূলক কৌশল ব্যবহার করারও অভিযোগ করেছে মেটা।
নতুন এই নিষেধাজ্ঞার ফলে ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ এবং থ্রেডসে সংবাদমাধ্যমগুলোর কোনো কনটেন্ট দেখা যাবে না।
ক্রেমলিনের মুখপাত্র ডিমিত্রি পেসকভ বলেন, এই কার্যক্রমের মাধ্যমে মেটা নিজেদেরকেই প্রশ্নবিদ্ধ করছে। রাশিয়ার মিডিয়ার বিরুদ্ধে এমন পদক্ষেপ গ্রহণযোগ্য নয়।
ডিবিটেক/বিএমটি