গোপনে চীন থেকে বন্দুকের সাইলেন্সার ও যন্ত্রাংশ আমদানির জন্য ব্যবহৃত অন্তত ৩৫০টি ওয়েবসাইট বন্ধ করেছে মার্কিন প্রশাসন। সেমি-অটোমেটিক পিস্তলগুলোকে পূর্ণ স্বয়ংক্রিয় মেশিন গানে পরিবর্তন করতে এসব যন্ত্রাংশ ব্যবহার করা হয়। খবর রয়টার্স।
বোস্টনের ফেডারেল প্রসিকিউটররা বলেছেন, ২০২৩ সালের আগস্টে শুরু হওয়া এক তদন্তের ফলাফলের ভিত্তিকে এসব ওয়েবসাইট জব্দ করা হয়েছে। মেশিন গান কনভারশন ডিভাইস অবৈধভাবে বিক্রি ও আমদানির সুযোগ দেওয়া বিভিন্ন ওয়েবসাইট, ব্যবসা ও ব্যক্তিদের ওপর এই তদন্ত পরিচালিত হয়।
তারা আরও জানান, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ওই ওয়েবসাইটগুলো থেকে গোপনে অস্ত্র-সংক্রান্ত সামগ্রী কিনেছে। এর ফলে চীন থেকে আসা প্যাকেজগুলোতে প্রায়ই এসব পণ্য ভুলভাবে উল্লেখ করা হতো। যেমন–‘গলার হার’ বা ‘খেলনা’ হিসেবে।
প্যাকেজগুলোতে মূলত ‘সুইচেস’ নামে পরিচিত মেশিন গান কনভারশন ডিভাইস বা বন্দুকের সাইলেন্সার থাকত। যুক্তরাষ্ট্রের ফেডারেল ন্যাশনাল ফায়ারআর্মস অ্যাক্ট অনুযায়ী এগুলো আমদানি নিষিদ্ধ।
ডিবিটেক/বিএমটি