পাঁচদিনের ঐতিহাসিক মিশন শেষে পৃথিবীতে ফিরে এসেছেন স্পেসএক্সের পোলারিস ডন নভোচারীরা। দুই অপেশাদার মহাকাশচারীসহ মোট চার নভোচারীকে নিয়ে রবিবার (১৫ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা উপকূলে অবতরণ করে ড্রাগন ক্যাপসুল।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বার্তায় স্পেসএক্স জানায়, ‘ড্রাগন অবতরণ করেছে! আবারও পৃথিবীতে স্বাগতম। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা বলেছে, বাণিজ্যিক মহাকাশ ভ্রমণ শিল্পের ক্ষেত্রে এই মিশন ‘একটা বড় অগ্রগতি’।
গত মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্কের স্পেসএক্সের ফ্যালকন-৯ রকেটে চড়ে মহাশূন্যের উদ্দেশে রওনা হন এই চার মহাকাশচারী। মহাশূন্যে পৌঁছে তারা স্পেসএক্সের ক্রু ড্রাগন ক্যাপসুলে সওয়ার হন।
কক্ষপথে পৌঁছার পর গত বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) প্রথমবারের মতো স্পেসওয়াক তথা মহাকাশে হাঁটেন পোলারিস ডন মিশনের দুই নভোচারী। ঐতিহাসিক এই ঘটনাটি বিভিন্ন মাধ্যমে লাইভ স্ট্রিম তথা সরাসরি সম্প্রচার করা হয়।
ডিবিটেক/বিএমটি