প্রথমবারের মতো অপেশাদার নভোচারীরা স্পেসওয়াক তথা মহাকাশে হাঁটলেন। স্পেসএক্স’র ক্যাপসুল থেকে বের হয়ে প্রথম স্পেসওয়াক করেছেন পোলারিস ডন মিশনের দুই নভোচারী। খবর বিবিসি।
খবরে বলা হয়, বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিলিয়নিয়ার ব্যবসায়ী জ্যারেড আইজ্যাকম্যান স্পেসএক্স’র মহাকাশযান থেকে বের হন এবং মহাকাশে হাঁটেন। তিনি প্রথম কোনো অপেশাদার নভোচারী হিসেবে এই কাজের স্বীকৃতি পেলেন।
লাইভ ভিডিওতে আইজ্যাকম্যান বলেন, ‘এখান থেকে পৃথিবী নিশ্চিতভাবে একটি নিখুঁত বিশ্বের মতো দেখাচ্ছে’।
আইজ্যাকম্যানের পর মহাকাশযান থেকে বের হয়ে আসেন মিশন বিশেষজ্ঞ সারাহ গিলিস। এ সময় অন্য দুই সঙ্গী স্কট পোটিট ও আনা মেনন মহাকাশযানের মধ্যে ছিলেন।
গত মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে স্পেসএক্সের ফ্যালকন-৯ রকেটে চড়ে মহাশূন্যের উদ্দেশে রওনা হন এই চার মহাকাশচারী।
ডিবিটেক/বিএমটি