স্যামসাং ইন্ডিয়ার চেন্নাইয়ের কারখানায় তিনদিন ধরেই চলছে কর্মীদের ধর্মঘট। আর এর মাঝেই জানা গেছে, কোম্পানিটি এবার কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করেছে। আর এই ছাঁটাইয়ে কাজ হারাবেন মূলত সিনিয়র কর্মকর্তারা। খবর রয়টার্স ও এবিপি আনন্দ।
খবরে বলা হয়, ভারতে নানা অফিসে স্যামসাংয়ের কর্মী সংখ্যা প্রায় দুই হাজার। এদের মধ্যে ১০ শতাংশ কর্মীকে আর কাজে রাখতে চাইছে না কোম্পানিটি। ক্রমবর্ধমান প্রতিযোগিতা এবং ব্যবসার খারাপ অবস্থার কারণে এই কর্মী ছাঁটাইয়ে বাধ্য হচ্ছে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি জায়ান্টটি।
জানা গেছে, স্যামসাং ইলেকট্রনিক্সে কর্মীসংখ্যা ৯-১০ শতাংশ পর্যন্ত কমতে পারে। বলা হয়েছে যে, স্যামসাংয়ের স্মার্টফোনের বিক্রি অনেকাংশে কমে গিয়েছে। আর তাই এই কর্মী ছাঁটাইয়ের মাধ্যমে খরচ কমিয়ে মুনাফা বাড়াতে চাইছে স্যামসাং।
সকল বিভাগেই এই ছাঁটাইয়ের প্রভাব পড়তে চলেছে। মোবাইল ফোনের সঙ্গে সঙ্গে কর্মী ছাঁটাই করা হবে কনজিউমার ইলেকট্রনিক্স, হোম অ্যাপ্লায়েন্স এবং সাপোর্ট ফাংশন বিভাগেও।
ডিবিটেক/বিএমটি