প্রযুক্তি জায়ান্ট অ্যালফাবেটের মালিকানাধীন গুগল ৭ বছর আগে ইউরোপীয় ইউনিয়নের অ্যান্টিট্রাস্ট নিয়ন্ত্রক সংস্থার করা জরিমানার বিপরীতে দায়ের করা মামলায় হেরেছে। এর ফলে কোম্পানিটিকে উক্ত জরিমানার অর্থ (২.৭ বিলিয়ন ইউরো) পরিশোধ করতে হবে। খবর রয়টার্স।
খবরে বলা হয়, ২০১৭ সালে ইউরোপীয়ান কমিশন বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগলকে ২.৭ বিলিয়ন ইউরো জরিমানা আরোপ করে। কেনাকাটার ক্ষেত্রে পণ্যের মূল্যের তুলনা করা যায় এমন একটি গুগল সেবায় সার্চ ইঞ্জিন জায়ান্টটি প্রতিযোগী ছোট ইউরোপীয় কোম্পানিগুলোর বিপরীতে নিজেরা অবৈধ সুবিধা নিয়েছে এমন অভিযোগে এই জরিমানা করা হয়।
২০২১ সালে নিম্ন আদালত গুগলকে আপিল করার সুযোগ দেয়। তবে সেটি টিকলো না। এর ফলে গুগলকে সেই জরিমানার অর্থ পরিশোধ করতে হবে।
ডিবিটেক/বিএমটি