টেলিগ্রামের প্রতিষ্ঠাতা এবং সিইও রাশিয়ান বংশোদ্ভূত পাভেল দুরভকে প্যারিসের বাইরে লে বোর্গেট বিমানবন্দরে গত ২৪ আগস্ট গ্রেপ্তার করা হয় এবং চার দিনের আটকের পর তাকে পাঁচ মিলিয়ন ইউরো জামিনে মুক্তি দেয়া হয়।
শর্তসাপেক্ষে তাকে ফ্রান্সে অবস্থান করতে হবে এবং সপ্তাহে দুবার থানায় রিপোর্ট করতে হবে। তার গ্রেপ্তারের পর প্রথমবারের মতো মন্তব্য করে, দুরভ এই পরিস্থিতিকে “বিপথগামী” এবং “আশ্চর্যজনক” বলে আখ্যায়িত করেছেন।
এদিকে দুরভ তার মেসেজিং অ্যাপে নিরাপত্তা বাড়ানোর জন্য নতুন উদ্যোগের কথা জানিয়েছেন। এগুলো মূলত অবৈধ সামগ্রী, বট এবং স্ক্যামারদের মোকাবেলা করার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। এই ঘোষণাটি আসে তার গ্রেপ্তারের এক সপ্তাহ পরে, যখন তিনি প্ল্যাটফর্মে বেআইনি বিষয়বস্তু সম্পর্কিত একটি তদন্তের অধীনে ছিলেন।
পাভেল দুরভ বলেন, টেলিগ্রাম অ্যাপটি হয়তো নিখুঁত নয়, তবে তিনি একে কোনোভাবে উদ্দেশ্যমূলক প্রতারণার সঙ্গে যুক্ত করেননি। তিনি বলেন, ‘কিছু গণমাধ্যমে লেখা হচ্ছে টেলিগ্রাম হচ্ছে দুর্বৃত্তদের স্বর্গরাজ্য, যা সম্পূর্ণ অসত্য। আমরা প্রতিদিন লাখ লাখ ক্ষতিকর পোস্ট ও চ্যানেল সরিয়ে নিচ্ছি।’
ডিবিটেক/বিএমটি