জাপানের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টয়োটা তাদের ২০২৬ সালে বিদ্যুচ্চালিত গাড়ি (ইভি) বাজারজাতের পূর্বাভাস সংশোধন করেছে। আগের তুলনায় নতুন পূর্বাভাসে এক-তৃতীয়াংশ উৎপাদন কমানোর কথা জানিয়েছে কোম্পানিটি। খবর নিক্কেই এশিয়া।
প্রথম কোম্পানি হিসেবে ইভি বাজারজাতের লক্ষ্যমাত্রা সংশোধন করলো কোম্পানিটি। প্রতিবেদনের তথ্যানুযায়ী, বাজারে ইভির চাহিদা কমে আসায় মূলত কোম্পানি এ উদ্যোগ নিয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
প্রকাশিত প্রতিবেদনের তথ্যানুযায়ী, বর্তমানে কোম্পানিটি ২০২৬ সালে ১০ লাখ ইভি তৈরির পরিকল্পনা গ্রহণ করেছে। যেখানে আগের পূর্বাভাসে এর পরিমাণ ছিল ১৫ লাখ।
এক বিবৃতিতে টয়োটা জানায়, ২০২৬ সাল নাগাদ ১৫ লাখ এবং ২০৩০ নাগাদ বছরে ৩৫ লাখ ইভি উৎপাদনের বিষয়ে আপাতত কোম্পানির কোনো পরিকল্পনা নেই।
ডিবিটেক/বিএমটি