মার্কিন সেনাবাহিনী এবার ইরান ও তার সহযোগী দেশগুলোকে সতর্ক করতে ডেটিং অ্যাপ টিন্ডারকে বেছে নিয়েছে। বিষয়টি নিয়ে বেশ আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। খবর ওয়াশিংটন পোস্ট।
খবরে বলা হয়, যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের বিরুদ্ধে অস্ত্র তুলে না নিতে লেবাননজুড়ে মার্কিন সেনাবাহিনীর বার্তা সম্প্রচার করা হয়েছে। বার্তাটি টিন্ডারে প্রকাশ করা হয়েছে।
আরবি ভাষায় লিখিত ওই বার্তায় বলা হয়, যুক্তরাষ্ট্র বা তার মিত্রদের বিরুদ্ধে অস্ত্র তুলে নেবেন না। ইরান ও তার প্রক্সিদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র তার মিত্রদের রক্ষা করবে। সেখানে মার্কিন যুদ্ধবিমানের ছবিও যুক্ত করা হয়।
এ বিষয়ে একজন মার্কিন কর্মকর্তা, সেন্টকম এই বিজ্ঞাপন দিয়েছে। তবে ডেটিং অ্যাপে বিজ্ঞাপন দিয়ে ইরান ও তার প্রক্সিদের হুমকি দেওয়ার বিষয়টি মানতে পারছেন না মার্কিন কর্মকর্তারা।
বিশ্লেষকরা বলছেন, যদিও টিন্ডারে দেয়া বার্তা বেশি মানুষের কাছে পৌঁছাবে না। বিপরীতে মার্কিন সামরিক বাহিনীর এমন কর্মকাণ্ডকে স্বাভাবিক ভুল বা অসলতা হিসেবে বিবেচনা করেছেন তারা।
ডিবিটেক/বিএমটি