শিশুদের বয়স ২ বছর পূর্ণ হওয়া পর্যন্ত টেলিভিশন ও স্মার্টফোন ব্যবহারে সরকারি নিষেধাজ্ঞা জারি করেছে সুইডেন। তাদের স্বাস্থ্যগত ব্যাপারটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই আদেশ দেয়া হয়েছে।
সুইডেনের সরকারি স্বাস্থ্যসেবা কর্তৃপক্ষ জানিয়েছে, শিশুদের ২ বছর বয়স পূর্ণ হওয়ার আগ পর্যন্ত তাদের সম্পূর্ণভাবে টেলিভিশন-মোবাইল বা এ জাতীয় ইলেকট্রনিক গ্যাজেটের স্ক্রিন থেকে দূরে রাখতে হবে।
এক গবেষণায় তারা দেখেছেন যে, ডিভাইস ব্যবহারের কারণে সুইডেনে ১ থেকে ১৫ বছর বয়সী শিশু ও কিশোর-কিশোরীদের অর্ধেকই ঘুমের ঘাটতিতে ভুগছে। এই বয়সে তাদের যতখানি ঘুমের প্রয়োজন, তা পূরণ হচ্ছে না। ফলে তাদের মধ্যে বিভিন্ন শারীরিক ও মানসিক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।
ডিবিটেক/বিএমটি