বিলিয়নিয়ার ইলন মাস্কের মালিকানাধীন স্যাটেলাইট ইন্টারনেট সেবা স্টারলিংকের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা নিতে পারে ব্রাজিলের টেলিকম নিয়ন্ত্রক সংস্থা আনাটেল। সম্প্রতি দেশটিতে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স নিষিদ্ধ হলেও স্টারলিংকের মাধ্যমে এই প্ল্যাটফর্মে প্রবেশ করা যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। এরই প্রেক্ষিতে কোম্পানিটির লাইসেন্স বাতিল করার কথা ভাবছে নিয়ন্ত্রক সংস্থাটি। খবর রয়টার্স।
খবরে বলা হয়, ব্রাজিলের শীর্ষ আদালত এক্স বন্ধের আদেশ দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যে স্টারলিংকের বিরুদ্ধে শাস্তির হুমকি দিয়েছে ব্রাজিলের টেলিকম নিয়ন্ত্রক সংস্থাটি।
আনাটেলের একজন সিনিয়র কর্মকর্তা বলেন, স্টারলিংকের নিয়ম মেনে না চলার কারণে শাস্তি হিসেবে ব্রাজিলে এর কার্যক্রম পরিচালনার লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
আনাটেল কমিশনার আর্থুর কোইম্ব্রা বলেছেন, ‘স্টারলিংকই একমাত্র কোম্পানি, যা অ্যানটেলকে জানিয়েছে যে, তারা বিচারকের রায় মেনে চলবে না।’ তবে স্টারলিংক এ বিষয়ে কোনো বিবৃতি দেয়নি।
ডিবিটেক/বিএমটি