বিশ্বব্যাপী ভিডিও গেমিংয়ের জনপ্রিয়তা বেড়েই চলেছে। এরই ধারাবাহিকতায় বিশ্বে লাফিয়ে লাফিয়ে বাড়ছে ভিডিও গেমিং খাতের বাজার। আগামী ২০২৮ সালের মধ্যে বিশ্বব্যাপী ভিডিও গেমিং খাতের আয় ২৫ হাজার ৭০০ কোটি ডলারে পৌঁছাবে। বেইন অ্যান্ড কোম্পানির গবেষণায় এই তথ্য প্রকাশ পেয়েছে। খবর দ্য ন্যাশনাল নিউজ।
খবরে বলা হয়, ২০২৩ সালে বিশ্বে ভিডিও গেমের বাজার ১৯ হাজার ৬০০ কোটি ডলারে পৌঁছেছে। এই আয় স্ট্রিমিং সেবা ও বক্স অফিসের সম্মিলিত আয়কে ছাড়িয়ে গেছে। ২০২৮ সাল নাগাদ সেটি প্রায় ৩১ শতাংশ বেশি হবে।
গবেষণার জন্য ছয়টি দেশের পাঁচ হাজারের বেশি ভোক্তার মতামত সংগ্রহ করা হয়। সেখানে উঠে আসে, প্রায় ৭০ শতাংশ গেমার দুই বা তার বেশি ডিভাইসে গেম খেলে।
ডিবিটেক/বিএমটি