গত দুই বছরে কৃত্রিম বুদ্ধিমত্তায় আলোড়ন তোলা স্টার্টআপ কোম্পানি ওপেনএআই এর চ্যাটবট চ্যাটজিপিটিতে ২০ কোটিরও বেশি সাপ্তাহিক সক্রিয় ব্যবহারকারী রয়েছে বলে জানিয়েছে কোম্পানিটি। খবর রয়টার্স।
গত নভেম্বরে ওপেনএআইয়ের সিইও স্যাম অল্টম্যান বলেছিলেন, ১০ কোটি সাপ্তাহিক সক্রিয় ব্যবহারকারী রয়েছে চ্যাটজিপিটির। ফলে মাত্র ৯ মাসে সাপ্তাহিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা দ্বিগুন হয়েছে।
ওপেনএআই জানিয়েছে, ফরচুন ৫০০ কোম্পানিগুলোর ৯২ শতাংশ তাদের এ সেবা ব্যবহার করছে।
এদিকে অ্যাপল ও এনভিডিয়া সম্প্রতি ওপেনএআইতে বিনিয়োগ করার আলোচনা করছে বলে জানিয়েছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা। এ বিনিয়োগের মাধ্যমে ওপেনএআইয়ের মূল্য ১০ হাজার কোটি ডালারেরও বেশি হতে পারে।
ডিবিটেক/বিএমটি