ইলন মাস্কের মালিকানাধীন মহাকাশযান প্রস্তুতকারক প্রতিষ্ঠান স্পেসএক্স-এর ফ্যালকন ৯ রকেটের বুস্টার আটলান্টিক মহাসাগরে অবতরণের সময় বিধ্বস্ত হয়েছে। তবে রকেটটির দ্বিতীয় পর্যায় (স্টেজ) সফলভাবেই ২১টি স্টারলিংক স্যাটেলাইট কক্ষপথে স্থাপন করতে সক্ষম হয়েছে।
গত বুধবার স্থানীয় সময় ভোর ৪টা ৪ মিনিটে ২১টি স্টারলিংক স্যাটেলাইট নিয়ে কক্ষপথের উদ্দেশ্যে যাত্রা করে স্পেসএক্স-এর ফ্যালকল ৯ রকেটটি। পূর্বনির্ধারিত গতিতে নির্দিষ্ট উচ্চতায় দ্বিতীয় স্টেজ ও পেলোড-কে পৌঁছে দিয়ে সফল অবতরণের বেশ কাছাকাছি চলে এসেছিলো বুস্টারটি।
বুস্টারটি কেপ কার্নিভালের কয়েক’শ মাইল উত্তরপূর্বে স্পেসএক্সের একটি ড্রোনশিপে ভার্টিকাল অবতরণের কথা। ‘টাচডাউনের’ পূর্ব মুহূর্ত পর্যন্ত যখন সব কিছু স্বাভাবিক মনে হচ্ছিলো তখনই ঘটে দুর্ঘটনা।
ডেকের একেবারে কাছাকাছি পৌঁছে যাবার পর স্বাভাবিকের চেয়ে বেশি আগুনের শিখা লক্ষ্য করা যায় এবং অবতরণের সাথে সাথেই একটি ‘ল্যান্ডিং লেগ’ বিচ্ছিন্ন হয়ে যায়। সাথে সাথে আগুন ও ধোঁয়ায় আচ্ছন্ন বুস্টারটি ড্রোনশিপের পাশে আটলান্টিক মহাসাগরে ভূপাতিত হয়।
উল্লেখ্য, স্পেসএক্স-এর ফ্যালকন ৯ রকেটগুলোর বুস্টার পুনঃব্যবহারযোগ্য। অর্থাৎ সফলভাবে অবতরণ করলে এই বুস্টারটিকে পরবর্তীতে আবারও ব্যবহার করা যেত।
ডিবিটেক/বিএমটি