সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স বুধবার ঘণ্টাখানেকের জন্য বিভ্রাটের কবলে পড়ে। পরে সেটি স্বাভাবিক হয়ে যাব বলে জানিয়েছে রয়টার্স।
খবরে বলা হয়, বুধবার ভোরে বিশ্বজুড়ে সমস্যার সম্মুখীন হয় ইলন মাস্কের মালিকানাধীন প্ল্যাটফর্মটি। এসময় মোবাইল অ্যাপ ও ওয়েবসাইট ব্যবহার করে এতে প্রবেশ করতে পারছিলেন না ব্যবহারকারীরা।
ডাউনডিটেক্টরের মতে, এক্সের বিভ্রাটের বিষয়টি ২৭ হাজারের বেশি ব্যবহারকারী অভিযোগ করেছেন। বিভ্রাটের সময় কোনো পেজ ঠিকমতো লোড হচ্ছিল না। ‘পুনরায় চেষ্টা করুন’ লেখা দেখাচ্ছিলো।
তবে বিভ্রাটের কারণ এখনো জানা যায়নি।
ডিবিটেক/বিএমটি