প্রযুক্তি জায়ান্ট অ্যাপল তাদের ডিজিটাল সেবা গ্রুপের প্রায় ১০০ কর্মী ছাঁটাই করেছে। এটি অ্যাপল বুকস অ্যাপ এবং অ্যাপ বুকস্টোরের দায়িত্বে থাকা সবচেয়ে বড় কর্মী সংখ্যক কর্মী ছাঁটাইয়ের ঘটনা। ব্লুমবার্গের বরাত দিয়ে এই খবর জানিয়েছে রয়টার্স।
খবরে বলা হয়, ছাঁটাইয়ের মধ্যে বেশকিছু ইঞ্জিনিয়ারিং পদের কর্মী ও অন্যান্য সেবা যেমন অ্যাপল নিউজের কর্মীরাও রয়েছে। নির্ভরযোগ্য সূত্র এই তথ্য জানিয়েছে।
এ বিষয়ে অ্যাপলের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
বর্তমান সার্ভিস ডিভিশনে ঠিক কতো সংখ্যক কর্মী রয়েছে সেটি পরিস্কার নয়। সর্বশেষ বার্ষিক প্রতিবেদন অনুসারে, গত বছরের সেপ্টেম্বর পর্যন্ত কোম্পানিটির মোট ফুল-টাইম কর্মী সংখ্যা ছিলো প্রায় ১ লাখ ৬১ হাজার।
ডিবিটেক/বিএমটি