অনেক আগে থেকেই স্মার্ট রিং আনতে চলেছে অ্যাপল, এমন গুঞ্জন শোনা গেছে। যদিও এতদিন তেমন কোনো অগ্রগতি লক্ষ্য করা যায়নি। অবশেষে দক্ষিণ কোরিয়ার স্যামসাংকে টেক্কা দিতে একটি স্মার্ট রিং আনতে চলেছে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি জায়ান্টটি। খবর অ্যাপল ইনসাইডার।
সম্প্রতি জানা গেছে, স্মার্ট রিংয়ের মতো ডিভাইসের পেটেন্টের জন্য আবেদন করেছে কোম্পানিটি। এতে শুধুমাত্র স্বাস্থ্য সম্পর্কিত ফিচারগুলো থাকবে এমনটি নয়; বরং আইফোন, আইপ্যাড, ম্যাকসহ আরও অনেক ডিভাইস দূর থেকে নিয়ন্ত্রণ করতে পারবে।
খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রের পেটেন্ট অফিস অ্যাপলের একটি পেটেন্ট আবেদন প্রকাশ করেছে। এই আবেদনে ‘রিং
ডিভাইস’ এর কথা উল্লেখ রয়েছে, যার মাধ্যমে দূর থেকেই একাধিক বৈদ্যুতিক ডিভাইস নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। অ্যাপলের ডিভাইস ছাড়াও হোমপড, অ্যাপল টিভি এমনকি স্মার্ট ল্যাম্পও নিয়ন্ত্রণ করা সম্ভব হবে এর মাধ্যমে।
এখন অপেক্ষায় বিষয়, কবে আসতে চলেছে বহুল প্রতিক্ষিত এই ডিভাইস।
ডিবিটেক/বিএমটি