নির্বাচনে জিতলে ইলন মাস্ক রাজি থাকলে তাকে উপদেষ্টা পদে নিয়োগ দেয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর জবাবে মাস্ক সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন। খবর বিবিসি।
খবরে বলা হয়, আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হলে ধনকুবের ও টেসলার সিইও ইলন মাস্ককে নিজের মন্ত্রিসভা বা উপদেষ্টা পদে দেখতে চান রিপাবলিকান প্রার্থী ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (১৯ আগস্ট) রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানান তিনি।
ট্রাম্পের এমন প্রস্তাবে মাস্ক সম্মতি জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে বলেন, ‘আমি ট্রাম্পের সঙ্গে কাজ করতে রাজি।’
ডিবিটেক/বিএমটি