প্রায় ৯ দিন বন্ধ থাকার পর তুরস্কে পুনরায় চালু হয়েছে সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম। সরকারের নির্দেশনা মেনে নেওয়ার দেশটি এই নিষেধাজ্ঞা তুলে নিয়েছে বলে জানানো হয়েছে। খবর রয়টার্স।
খবরে বলা হয়, তুরস্কের আইন ও নীতি এবং জনগনের স্পর্ষকাতরতাকে উপেক্ষা করায় গত ২ আগস্ট ইনস্টাগ্রাম বন্ধ করে দেয়া হয়।
তুরস্কের একজন শীর্ষস্থানীয় কর্মকর্তা জানান, হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়ার মৃত্যুতে শোক জানানো পোস্টগুলো ইনস্টাগ্রাম সরিয়ে ফেলছিলো। এরই পরিপ্রেক্ষিতে ইনস্টাগ্রাম নিষিদ্ধ করা হয়।
ডিবিটেক/বিএমটি