সামাজিক যোগাযোগ মাধ্যম স্ন্যাপচ্যাটের মালিকানা প্রতিষ্ঠান স্ন্যাপের স্ন্যাপের দৈনিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ৯ শতাংশ বেড়ে ৪৩ কোটি ছাড়িয়েছে। চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের এই সংখ্যাটি গত বছরের একই সময়ের তুলনায় প্রায় সাড়ে তিন কোটি বেশি। খবর দ্য হলিউড রিপোর্টার্স।
খবরে বলা হয়, স্ন্যাপ দ্বিতীয় প্রান্তিকে আয় করেছে ১২৪ কোটি ডলার, যা গত বছর একই সময় ছিল ১০৭ কোটি ডলার।
এপ্রিল-জুনের এ প্রবৃদ্ধি তাদের প্রত্যাশার চেয়ে কম হয়েছে। এ সময় স্ন্যাপের শেয়ারের দাম কমেছে ২২ শতাংশ। তারা বলছেন, বিজ্ঞাপন থেকে আয় নেতিবাচকভাবে প্রভাবিত হয়েছে।
তবে কোম্পানিটি গত বছরের তুলনায় এ বছরের দ্বিতীয় প্রান্তিকে তাদের নিট ক্ষতির পরিমাণ কমিয়ে এনেছে প্রায় ২৫ কোটি ডলারে। গত বছর কোম্পানিটির ক্ষতি হয়েছিল সাড়ে ৩৭ কোটি ডলারের বেশি।
ডিবিটেক/বিএমটি