উবার চালকদের জন্য এক লাখ বিদ্যুচ্চালিত গাড়ি (ইভি) তৈরি করবে চীনের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডি। সম্প্রতি এক ঘোষণায় এ তথ্য জানিয়েছে অ্যাপভিত্তিক পরিবহন পরিষেবা উবার। খবর বিবিসি।
কোম্পানি দুটি জানিয়েছে, রক্ষণাবেক্ষণ, চার্জিং, অর্থায়ন ও লিজের ওপর ছাড়সহ প্রচলিত গাড়িকে ইভিতে প্রতিস্থাপন করতে চালকদের প্রণোদনা দেয়া হবে।
চুক্তিটি প্রথমে কার্যকর হবে ইউরোপ ও লাতিন আমেরিকার সড়কে। এরপর ধীরে ধীরে মধ্যপ্রাচ্য, কানাডা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বাজারে প্রবেশ করবে চীনা কোম্পানির গাড়িগুলো।
ডিবিটেক/বিএমটি