তুরস্কে বন্ধ হলো মেটার মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রাম। দেশটির যোগাযোগ কর্তৃপক্ষ এই ঘোষণা দিয়েছে। খবর আলজাজিরা ও রয়টার্স।
খবরে বলা হয়, তুরস্কের একজন শীর্ষ কর্মকর্তা হামাস-সম্পর্কিত কনটেন্টে ‘সেন্সরশিপ’-এর জন্য ইনস্টাগ্রামের সমালোচনা করার পর দেশটিতে এ সামাজিক মাধ্যম বন্ধের ঘোষণা এলো।
আলজাজিরা জানিয়েছে, শুক্রবার (২ আগস্ট) নেয়া এক সিদ্ধান্তের মাধ্যমে ইনস্টাগ্রাম ডটকমকে ব্লক করে দেয়া হয়েছে। তবে বন্ধের কারণ বা কতদিন দেশটিতে ইনস্টাগ্রাম বন্ধ রাখা হবে তা উল্লেখ করা হয়নি।
সম্প্রতি তুরস্কের প্রেসিডেন্সির কমিউনিকেশন ডিরেক্টর ফাহরেত্তিন আলতুন অভিযোগ করে বলেন, হামাস নেতা হানিয়া হত্যাকাণ্ড নিয়ে করা সমবেদনামূলক পোস্টগুলো ব্লক করে দিচ্ছে ইনস্টাগ্রাম।
ডিবিটেক/বিএমটি