বিশ্বব্যাপী ফের বিভ্রাটের কবলে পড়েছে সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট। এতে বিপাকে পড়েছেন মাইক্রোসফটের বিভিন্ন সেবা ব্যবহারকারীরা। খবর ডেইলি মেইল।
খবরে বলা হয়, মাইক্রোসফটে বিভ্রাট দেখা দিয়েছে। এজন্য এর ব্যবহারকারীরা ইমেইল, এক্সবক্স লাইভ এবং ৩৬৫ ফাংশন-এ প্রবেশ করতে বিপাকে পড়েছেন।
সারা বিশ্বের মাইক্রোসফট ব্যাবহারকারীরা এ বিভ্রাটের জন্য বিপাকে পড়েছেন। তবে সংস্থাটির দাবি, মাইক্রোসফট বিভ্রাট কেবল ইউরোপের ব্যবহারকারীদের প্রভাবিত করছে।
মাইক্রোসফট সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার) পোস্টে জানায়, মাইক্রোসফট ইতোমধ্যে এ সমস্যার যথাযথ তদন্তের মধ্য দিয়ে যত দ্রুত সম্ভব সমস্যা সমাধান করার চেষ্টা করছে।
এর আগে, ১৯ জুলাই বিশ্বব্যাপী মাইক্রোসফটের সার্ভারগুলো বিভ্রাটে পড়েছিল।
ডিবিটেক/বিএমটি