মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপল তাদের দুটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মডেল প্রশিক্ষণে গুগলের চিপ ব্যবহার করবে। এআই টুল ও ফিচারের জন্য চিপ প্রস্তুতকারক এনভিডিয়ার বদলে গুগলের নকশা করা চিপের ওপর নির্ভর করবে এই টেক জায়ান্ট। গত সোমবার প্রকাশিত অ্যাপলের গবেষণাপত্রের বরাত দিয়ে এই খবর জানিয়েছে রয়টার্স।
খবরে বলা হয়, এআই মডেল তৈরিতে গুগলের ক্লাউড অবকাঠামোর ওপর নির্ভর করবে অ্যাপল।
এআই মডেলে এনভিডিয়ার চিপ ব্যবহার করেনি তা অ্যাপলের গবেষণাপত্র স্পষ্টভাবে বলা হয়নি। তবে এআই টুল ও ফিচারে ব্যবহৃত হার্ডওয়্যার ও সফটওয়্যারে এনভিডিয়ার কোনো উল্লেখ ছিল না।
বিষয়টি নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি অ্যাপল। কোম্পানিটি বলেছে, এআই মডেলগুলো প্রশিক্ষণ দেওয়ার জন্য দুই ধরনের গুগলের টেনসর প্রসেসিং ইউনিট (টিপিইউ) ব্যবহার করেছে অ্যাপল। চিপগুলো গুচ্ছভাবে সুসজ্জিত থাকবে।
আইফোন ও অন্যান্য ডিভাইসে এআই মডেলগুলো ব্যবহার করবে অ্যাপল।
ডিবিটেক/বিএমটি