কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক স্টার্টআপ এক্সএআইয়ে বিনিয়োগ বাড়াতে আগ্রহ প্রকাশ করেছেন ইলন মাস্ক। প্রযুক্তি কোম্পানিটিতে বিদ্যুচ্চালিত গাড়ি (ইভি) নির্মাতা টেসলার ৫০০ কোটি ডলার বিনিয়োগ করা উচিত হবে কিনা তা যাচাইয়ে জরিপের আয়োজনও করেছেন এ ধনকুবের। প্রাথমিক খবরে জানা গেছে, এক্সে আয়োজিত এ জরিপে বিনিয়োগের পক্ষে বেশি ভোট আসছে। খবর রয়টার্স।
প্রতিযোগিতায় টিকে থাকতে ইভির মূল্যহ্রাস ও এআইয়ের বিভিন্ন প্রকল্পে খরচ বৃদ্ধির কারণে সাম্প্রতিক প্রান্তিকগুলোয় টেসলার আয়-ব্যয়ের ভারসাম্য অনেকটাই ব্যাহত হচ্ছে। চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) টেসলার মুনাফার পরিমাণ পাঁচ বছরের মধ্যে সর্বনিম্নে নেমে এসেছে।
এ অবস্থায় জরিপ প্রসঙ্গে ইলন মাস্ক বলেন, ‘এক্সএআইয়ে টেসলার বিনিয়োগের জন্য বোর্ডের অনুমোদন ও শেয়ারহোল্ডারদের ভোটের প্রয়োজন। তাই পরিস্থিতি যাচাই করতেই এ জরিপ।’
জরিপ শুরুর ৩ ঘণ্টার মধ্যে ভোট দিয়েছে প্রায় ৩ লাখ ৮৬ হাজার জন। তাদের ৭০ শতাংশই নতুন স্টার্টআপটিতে বিনিয়োগের পক্ষে মত দিয়েছেন।
ডিবিটেক/বিএমটি